গাড়ির ধাক্কায় আমেরিকার ক্যাপিটলে নিহত পুলিশ, চলে গুলিবর্ষণও
Saturday, April 3 2021, 4:55 am
Key Highlightsআমেরিকান কংগ্রেসের ভবন ক্যাপিটল হিলের কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশের। আহত হয়েছেন তাঁর আর এক সহকর্মী। ঘটনার সময়ে গুলিও ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পরে ক্যাপিটল বন্ধ করে দেয় ন্যাশনাল গার্ডস। পুলিশ জানিয়েছে, একটি নীল রঙের গাড়ি এসে ক্যাপিটলের কাছে দুই পুলিশকর্মীকে ধাক্কা মারে। তার পরে ধাক্কা মারে ব্যারিকেডে। সেটির চালক ছুরি হাতে গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে। তখন পুলিশের গুলিতে আহত হয় সে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আহত পুলিশকর্মী।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ক্যাপিটাল হিল
- আমেরিকা কংগ্রেস ভবন
- পুলিশ হত্যা

