Nabanna Abhijan | নবান্ন অভিযান ঘিরে পুলিশ-জনতার ধস্তাধস্তি! আক্রান্ত 'তিলোত্তমা'র মা-বাবাও!
Saturday, August 9 2025, 9:21 am
 Key Highlights
Key Highlightsবিজেপি নেতা কৌস্তভ বাগচীর দাবি, নির্যাতিতার বাবা, মা'ও পুলিশের হামলার শিকার হন।
নবান্ন অভিযান ঘিরে পুলিশ ও বিক্ষোভকারীদের ধস্তাধস্তি! পার্ক স্ট্রিটে অবস্থান বিক্ষোভে শামিল শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ বিজেপি নেতানেত্রীরা। পুলিশকে লক্ষ্য করে ইট, জলের বোতল ছোড়া হয়। এদিকে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর দাবি, নির্যাতিতার বাবা, মা'ও পুলিশের হামলার শিকার হন। তিলোত্তমার মায়ের হাতে থাকা শাঁখা ভেঙে গিয়েছে বলেও অভিযোগ। শুভেন্দুর দাবি, কমপক্ষে ১০০ জন জখম হয়েছেন। আরজি করের নির্যাতিতার বাবা ও মায়ের দাবি, তাঁদের লাগাতার বাধা দিয়েছে পুলিশ। লাঠিচার্জও করেছে।
-  Related topics - 
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- নবান্ন অভিযান
- নবান্ন
- নবান্ন
- কলকাতা পুলিশ
- রাজ্য পুলিশ

 
 