শহর কলকাতা

SSC Teacher Protest | লাথি মেরেছিলেন চাকরিহারা শিক্ষকদের, দায়িত্ব থেকে সেই রিটন দাসকে সরিয়ে দিলো কলকাতা পুলিশ!

SSC Teacher Protest | লাথি মেরেছিলেন চাকরিহারা শিক্ষকদের, দায়িত্ব থেকে সেই রিটন দাসকে সরিয়ে দিলো কলকাতা পুলিশ!
Key Highlights

কসবার DI অফিসে বিক্ষোভ দেখানোর সময় চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের পাশাপাশি, রিটন দাস নামের এক পুলিশ অফিসারের লাথি মারার অভিযোগ ওঠে।

কসবার DI অফিসে বিক্ষোভ দেখানোর সময় চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের পাশাপাশি, রিটন দাস নামের এক পুলিশ অফিসারের লাথি মারার অভিযোগ ওঠে। এবার ওই পুলিশ অফিসারকে মামলার তদন্তভার থেকে সরিয়ে দিল কলকাতা পুলিশ। বুধবার কসবার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। একটি স্বতঃপ্রণোদিত, অন্যটি DIর অভিযোগের ভিত্তিতে। DIর অভিযোগে ভিত্তিতে দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিযুক্ত পুলিশ অফিসার রিটন দাসকে। কিন্তু এবার সেই তদন্তভার দেওয়া হলো সঞ্জয় সিং নামে এক সাব ইন্সপেক্টরকে৷