শহর কলকাতা

21 July Shahid Diwas | একুশে জুলাই নিয়ে প্রস্তুতি তুঙ্গে, ধর্মতলা চত্বরে মোতায়েন ৪ হাজার পুলিশ

21 July Shahid Diwas | একুশে জুলাই নিয়ে প্রস্তুতি তুঙ্গে, ধর্মতলা চত্বরে মোতায়েন ৪ হাজার পুলিশ
Key Highlights

আগামিকাল, সোমবার ধর্মতলায় কোন সময় কত মানুষ ঢুকবে তা ভাবাচ্ছে পুলিশকে।

আগামিকাল, ২১শে জুলাই শহিদ দিবসের সমাবেশ ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। আদালতের নির্দেশ মেনেই প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিন ধর্মতলা চত্বর জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। মূল মঞ্চ থাকবে ভিভিআইপি জোনের মধ্যে। সেখানে থাকবেন ৩০ জন ডিসি পদমর্যাদার অফিসার এবং ৭০জন এসি, ১৫০ জন ইন্সপেক্টর থাকছেন ধর্মতলা চত্বর জুড়ে। রাস্তায় থাকছে সাড়ে চার হাজার পুলিশ। অস্থায়ী কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবে লালবাজার। রাস্তায় কোনও সমস‌্যায় পড়লে নিত‌্যযাত্রীরা ৯৮৩০৮১১১১১/৯৮৩০০১০০০০ এই নম্বরে ফোন করতে পারবেন।