খেলাধুলা

RCB-Stampede | বেঙ্গালুরু পদপিষ্ট হওয়ার ঘটনায় RCB মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেপ্তার করল পুলিশ!

RCB-Stampede | বেঙ্গালুরু পদপিষ্ট হওয়ার ঘটনায় RCB মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেপ্তার করল পুলিশ!
Key Highlights

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংবর্ধনা সভায় যোগ দিতে এসে পদপিষ্টের ঘটনায় RCB মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেপ্তার করল পুলিশ।

বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর IPL ট্রফি জয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এসে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। আহত হন ৫০এর বেশি মানুষ। এ ঘটনায় পুলিশ কমিশনার সহ ৪ জন শীর্ষ আধিকারিককে সাসপেন্ড করেছে কর্ণাটক সরকার। সূত্রের খবর, শুক্রবার ভোরে বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে RCB মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেপ্তার করল পুলিশ। শুধু নিখিলই নন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি DNAএর সুনীল ম্যাথিউ সহ এখনও অবধি এই মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।