আন্তর্জাতিকরবিবার মস্কোয় নাভালনির সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, বিক্ষোভ ঠেকাতে লকডাউন পুলিশের

Key Highlightsবিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তির দাবিতে গত শনিবার উত্তাল হয়ে উঠেছিল রাশিয়া। গ্রেফতার করা হয় কয়েক হাজার আন্দোলনকারীকে। রবিবারও একই পথে হেঁটে ক্রেমলিনের উপর চাপ বাড়ানোর পরিকল্পনা ছিল নাভালনি-সমর্থকদের। সেই অনুযায়ী মস্কো-সহ রাশিয়ার বিভিন্ন শহরে এ দিন জমায়েত শুরু করে তাঁরা। তবে এ বার পরিস্থিতি হাতের বাইরে যাতে না-বেরিয়ে যায়, তার জন্য আগে থেকেই কোমর বেঁধেছিল প্রশাসন। রবিবার সকাল থেকেই মস্কো শহরের প্রাণকেন্দ্র-সহ একাধিক শহরে রীতিমতো লকডাউন জারি করে দেওয়া হয় পুলিশের তরফে। বন্ধ করে দেওয়া হয় প্রায় সাতটি প্রধান মেট্রো স্টেশনও।