রাজ্য

Bagda Fake Document । পুলিশের জালে নকল ভোটার, আধার, পাসপোর্ট কার্ড চক্রী , চাঞ্চল্য ছড়ালো বাগদায়

Bagda Fake Document । পুলিশের জালে নকল ভোটার, আধার, পাসপোর্ট কার্ড চক্রী , চাঞ্চল্য ছড়ালো বাগদায়
Key Highlights

বাগদার দুটি সাইবার ক্যাফে থেকে দুই দোকানদারকে গ্রেফতার করলো পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ,তাঁরা মোটা টাকার বিনিময়ে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সহ অন্যান্য নথিপত্র জাল করে তৈরি করে দিতো।

খবর ছিল আগে থেকেই। হঠাৎ হানা দিয়ে বাগদার দুটি সাইবার ক্যাফে থেকে দুই দোকানদারকে গ্রেফতার করলো পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ,তাঁরা মোটা টাকার বিনিময়ে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সহ অন্যান্য নথিপত্র জাল করে তৈরি করে দিতো। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুমন কুমার ঘোষ (৩৬), অসিত দাস (৪৪)। পদ্মাপাড়ে অশান্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলার অনুপ্রবেশকারী ইস্যুতে তৎপর প্রশাসন।সীমান্তগুলিতেও চলছে কড়া নজরদারি। জাল নথি ব্যবহার করে অনুপ্রেয়বেশের দিকেও নজর রাখছে পুলিশ।