শিকার উৎসব বন্ধ করতে তৎপর পুলিশ, ছৌ নাচে সচেতনতা বার্তা

Thursday, April 8 2021, 1:46 pm
highlightKey Highlights

শিকার উৎসব বন্ধ করতে প্রচারে নেমেছে পুলিশ। ছৌ নাচের মাধ্যমে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। আদিবাসী অধ্যুষিত জঙ্গলে ঘেরা গ্রামগুলোতে শুরু হয়েছে শিকার উৎসব। মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী মনিদহ সহ একাধিক এলাকায় ফি বছর শিকার উৎসবে মাতেন আদিবাসীরা। এবারেও দিনকয়েক আগে শিকার উৎসবে মাততে দেখা গিয়েছে এলাকার আদিবাসী মানুষদের। অভিযোগ, আদালতের নির্দেশ থাকলেও শিকার উৎসব আটকানোর ক্ষেত্রে পুলিশকে সেভাবে কোনো ভূমিকা নেয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File