PM Museum and Library | সোনিয়া গান্ধীর থেকে জওহরলাল নেহরুর লেখা চিঠি ফেরত চাইলো PMML
Monday, December 16 2024, 9:43 am
Key Highlights
PMMLর সদস্য রিজ়ওয়াল কাদরি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে অনুরোধ করে জানিয়েছেন, সোনিয়া গান্ধীর থেকে নেহরুর লেখা আসল চিঠিগুলি অথবা সেগুলির ফটো কপি ফেরত দেওয়া হোক।
জওহরলাল নেহরুর হাতে লেখা চিঠি ১৯৭১ সালে জওহরলাল নেহরু মেমোরিয়ালের তরফে তৎকালীন নেহরু নামাঙ্কিত মিউজ়িয়াম অ্যান্ড লাইব্রেরিকে (বর্তমানে PMML) দেওয়া হয়েছিল। তবে ২০০৮ সালে এই চিঠিগুলিকে ৫১টি বাক্সতে ভরে সোনিয়া গান্ধীর হাতে তুলে দেওয়া হয়েছিল তৎকালীন কংগ্রেস সরকারের তরফে। এবার সেই চিঠিগুলি ফেরত চেয়ে রাহুল গান্ধীকে অনুরোধ PMMLর। PMMLর সদস্য রিজ়ওয়াল কাদরি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে অনুরোধ করে জানিয়েছেন, সোনিয়া গান্ধীর থেকে নেহরুর লেখা আসল চিঠিগুলি অথবা সেগুলির ফটো কপি ফেরত দেওয়া হোক।
- Related topics -
- দেশ
- ভারত
- সোনিয়া গান্ধী
- সোনিয়া গান্ধী
- রাহুল গান্ধী