PM Vidya Lakshmi Yojona | পড়ুয়াদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ! উচ্চশিক্ষার জন্য কম সুদে ঋণের জন্য চালু 'পিএম বিদ্যালক্ষ্মী যোজনা'
এই পিএম বিদ্যালক্ষ্মী যোজনায় বার্ষিক ৮ লক্ষের নিচে আয় করা পরিবারের সন্তানদের উচ্চতর শিক্ষার জন্য কোনও কো ল্যাটারাল ও গ্যারান্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা মিলবে।
পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করল মোদি সরকার। জানা গিয়েছে, এই পিএম বিদ্যালক্ষ্মী যোজনায় বার্ষিক ৮ লক্ষের নিচে আয় করা পরিবারের সন্তানদের উচ্চতর শিক্ষার জন্য কোনও কো ল্যাটারাল ও গ্যারান্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা মিলবে। সুদে মিলবে ৩ শতাংশ ছাড়। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় সাড়ে ৪ লক্ষ টাকা তাদের ক্ষেত্রে পুরো ‘ইন্টারেস্ট সাবভেনশন’। অর্থাৎ ঋণগ্রহীতাকে সুদ দিতে হবে না। ব্যাঙ্কের সেই সুদ মেটাবে কেন্দ্র।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- কেন্দ্রীয় প্রকল্প
- নরেন্দ্র মোদি