মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা! করোনার প্রতিষেধক তৈরি, বণ্টন নানা বিষয়ে মঙ্গলবার বাঁকুড়ায় বৈঠক।

Sunday, November 22 2020, 5:45 pm
মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা! করোনার প্রতিষেধক তৈরি, বণ্টন নানা বিষয়ে মঙ্গলবার বাঁকুড়ায় বৈঠক।
highlightKey Highlights

করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফের বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠক হবে আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার। এই মুহূর্তে বাঁকুড়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী রবিবারই তিনি হেলিকপ্টারে বাঁকুড়া রওনা দেন। আগামী তিন দিন অর্থাৎ ২৩, ২৪ ও ২৫ নভেম্বর বাঁকুড়া সফরে থাকবেন তিনি ৷ সূত্রের খবর, বাঁকুড়া থেকেই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি। নবান্ন সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর এই জঙ্গলমহল সফর পূর্ব নির্ধারিত ছিল। আগামিকাল বাঁকুড়ায় দুটো কর্মসূচি রয়েছে তাঁর। একটি প্রশাসনিক বৈঠক, অন্যটি প্রশাসনিক গণবন্টনের অনুষ্ঠান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File