করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে ভয়াবহ পরিস্থতি, ডাক্তারদের সঙ্গে বৈঠকে মোদী
Monday, April 19 2021, 1:23 pm
Key Highlightsক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ভ্যাকসিন বাজারে এলেও নয়া গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। এই প্রেক্ষাপটে আজ জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল সাড়ে ৪টায় দেশের সমস্ত বড় বড় ডাক্তারদের সঙ্গে কথা বলবেন মোদী। সন্ধ্যা ৬টায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের ফার্মা কোম্পানির সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। করোনা যেভাবে বাড়ছে, তাতে দেশের চিকিৎসা পরিষেবা নিয়ে এদিনের বৈঠক থেকে সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই মনে করা হচ্ছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে সম্প্রতি বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নমো। এদিন সকালও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী।
-  Related topics - 
 - দেশ
 - ভারত
 - নরেন্দ্র মোদি
 - কোভিড ১৯
 

 