Maruti Suzuki | ‘মেক ইন ইন্ডিয়া’-র গাড়ি রপ্তানি হবে ১০০টি দেশে! মারুতি সুজুকির ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার গুজরাটের হংসলপুরে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোলাইট তৈরির জন্য সুজুকি মোটর প্ল্যান্টের একটি কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধ চলাকালীন ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি জোর দিচ্ছে ভারত। মঙ্গলবার গুজরাটের হংসলপুরে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোলাইট তৈরির জন্য সুজুকি মোটর প্ল্যান্টের একটি কারখানার উদ্বোধন করেন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, মারুতি সুজুকির প্রথম আন্তর্জাতিক ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ি ই-ভিটারা বিশ্বের ১০০টির বেশি দেশে রফতানি হবে। তিনি বলেন, “আজ থেকে ভারতে তৈরি ইলেকট্রিক গাড়ি ১০০টি দেশে রফতানি হবে। একইসঙ্গে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোলাইট উৎপাদনও আজ থেকে শুরু হল।”