PM Modi meets Kuwait Emir । কুয়েত সফরে মোদী, কুয়েতের আমিরের সঙ্গে উদ্বোধন করলেন আরব গালফ কাপের

Sunday, December 22 2024, 3:17 am
highlightKey Highlights

শনিবার ২৬তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানে 'সম্মানিত অতিথি' হিসাবে যোগ দিয়েছিলেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী।


শনিবার ২৬তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানে 'সম্মানিত অতিথি' হিসাবে যোগ দেওয়ার জন্যে কুয়েত পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে দেখা করলেন কুয়েতে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও। কুয়েত সিটির জাবের আল আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গালফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কুয়েতের আমির "শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহ'র সাথে সাক্ষাৎ হয় মোদীর। উল্লেখ্য, রাজীব গান্ধীর পর গত চার দশকে প্রথমবার কোনো প্রধানমন্ত্রী কুয়েত সফর করলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File