PM Modi | রুদ্ধদ্বার কক্ষে বৈঠকে মোদি-শাহ-রাহুল গান্ধী! ৮৮ মিনিট ধরে চললো আলোচনা

সাংবিধানিক বিধি মেনেই রুদ্ধদ্বার কক্ষে মোদি এবং শাহের সঙ্গে বৈঠক করেন রাহুল।
বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দীর্ঘ ৮৮ মিনিটের এই বৈঠকে কেন্দ্রীয় মুখ্য তথ্য কমিশনারের পাশাপাশি আট তথ্য কমিশনার নিয়োগ এবং পরবর্তী ভিজিল্যান্স কমিশনার নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, তথ্য কমিশনার নিয়োগে প্রস্তাবিত সমস্ত নাম নিয়ে নিজের অপছন্দ লিখিত আকারে জমাও করেছেন রাহুল। উল্লেখ্য, আইনে অনুযায়ী উক্ত নিয়োগ কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী মনোনীত একজন মন্ত্রী।
