India VS Pakistan Match | এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচ থামাতে জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে

Friday, September 12 2025, 5:56 am
highlightKey Highlights

ভারতের পাকিস্তানকে বয়কট করা উচিত, এমন দাবি জানিয়েছেন অনেক ক্রিকেটপ্রেমী ও দেশপ্রেমী। এবার সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ।


১৪ সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২৫এ মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্ধী ভারত পাকিস্তান। পহেলগাঁও হামলার পর এই প্রথমবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এবার "পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয়" এই অভিযোগ করে ম্যাচ স্থগিত রাখার দাবিতে সংবিধানের ৩২ ধারার অধীনে জনস্বার্থ মামলা করেন আইনের পড়ুয়া উর্বর্শী জৈন ও তাঁর তিন সতীর্থ। যদিও সুপ্রিম কোর্টে বিচারপতি জেকে মহেশ্বরী ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ মামলা শুনতে অস্বীকার করে বলেন, “এটা একটা ম্যাচ মাত্র। হতে দিন। রবিবার ম্যাচ, এখন কী করা যেতে পারে?”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File