Bhaichung Bhutia | সাংবাদিক বৈঠকে কল্যাণ চৌবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খেলোয়াড় বাইচুং ভুটিয়ার

Friday, June 20 2025, 5:14 pm
Bhaichung Bhutia | সাংবাদিক বৈঠকে কল্যাণ চৌবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খেলোয়াড় বাইচুং ভুটিয়ার
highlightKey Highlights

সাংবাদিক বৈঠকে AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবের ভূমিকা নিয়ে আঙুল তুললেন তিনি।


বরাবরই AIFF বা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দৈনন্দিন কাজ থেকে শুরু করে ভুল ম্যানেজমেন্ট, সবকিছু নিয়ে সরব খেলোয়াড় বাইচুং ভুটিয়া।এবার সাংবাদিক বৈঠকে AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবের ভূমিকা নিয়ে আঙুল তুললেন তিনি। ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজনের জন্য বিড করেছিল সৌদি আরব ও ভারত। তবে পরে নাম তুলে নেওয়া হয়। বৈঠকে তিনি প্রশ্ন তুলেছেন এশিয়া কাপ আয়োজন করতেই হয় তা হলে ২০২৭ সালে কেন হলো না? AIFFর তরফ থেকে বিড করেও কেন নাম তুলে নিলেন কল্যাণ চৌবে? ফেডারেশনের নাম খারাপ করছেন তিনি, অভিযোগ বাইচুংয়ের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File