IND vs AUS । বৃষ্টির জেরে গাব্বায় বন্ধ খেলা, ঢেকে দেওয়া হলো পিচ, প্রি লাঞ্চের তোড়জোড় অজিদের

Wednesday, December 18 2024, 2:29 am
IND vs AUS । বৃষ্টির জেরে গাব্বায় বন্ধ খেলা, ঢেকে দেওয়া হলো পিচ, প্রি লাঞ্চের তোড়জোড় অজিদের
highlightKey Highlights

পঞ্চম দিনে সকাল সকাল ব্রিসবেনে থমকে খেলা। মাঠের পাশেই বজ্রগর্ভ মেঘ চোখ রাঙাচ্ছে। তাই খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।


পঞ্চম দিনের ম্যাচে গাব্বায় মাঠের পাশেই বজ্র বিদ্যুৎ এর তাণ্ডব। ভারতের প্রথম ইনিংস শেষ হওয়া মাত্রই ব্রিসবেনে থমকেছে খেলা। সকাল সকাল গাব্বার পিচ ঢেকে দেওয়া হয়েছে। ২য় ইনিংসে ফিল্ডিং করার জন্য ভারতীয় খেলোয়াড়রা নেমে পড়েছিল মাঠে। তাঁরাও ফিরে গেছেন প্যাভিলিয়নে। বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম দিনে ৭৮ ওভার শেষে ভারতের স্কোর ২৫৮/৮। ভারতের হয়ে ব্যাট করছিলেন আকাশদীপ এবং জসপ্রীত বুমরাহ। এখনও পর্যন্ত আকাশদীপ করেছেন ২৯, বুমরাহ ১০ রান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File