Microplastic | মানুষের মস্তিষ্কেও 'প্লাস্টিক দূষণ'! বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান গবেষকরদের

Saturday, August 24 2024, 4:41 am
highlightKey Highlights

সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, মস্তিষ্কের এই 'প্লাস্টিক দূষণের' জেরে শরীরে দানা বাঁধতে শুরু করেছে ভয়ঙ্কর সব রোগ।


পরিবেশে তো বটেই,মানুষের মস্তিষ্কেও ছড়িয়ে পড়ছে প্লাস্টিক! সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, মস্তিষ্কের এই 'প্লাস্টিক দূষণের' জেরে শরীরে দানা বাঁধতে শুরু করেছে ভয়ঙ্কর সব রোগ। এঅবস্থায় বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গবেষকরা।বায়ু, জল এমনকি খাবারের মাধ্যমে অনেকটাই মাত্রায় প্লাস্টিক কণা মানুষের শরীরে প্রবেশ করে। এই ধরনের মাইক্রোপ্লাস্টিক অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে পারে যাতে কোষ ক্ষতিগ্রস্ত এবং ফুলে যেতে পারে। যা পরবর্তীতে কার্ডিওভাসকুলার রোগের কারণ হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File