South Korea Plane Crash । 'ক্র্যাশ ল্যান্ডিং' এর জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বিমান, আগুন পুড়ে মৃত্যু ২৯ জন কোরিয়ান যাত্রীর
দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ল বোয়িং বিমান। বিমানটি প্রায় পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মুয়ান বিমানবন্দরে 'ক্র্যাশ ল্যান্ডিং' এর জেরে একটি বোয়িং বিমানে আগুন লেগে গেলো। রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার কবলে পড়া জেজু এয়ারের বিমানটি বোয়িং ৭৩৭ ৮০০ ছিল। বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। অবতরণের সময় বিমানটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ছয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৯ জনের। এখনও পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকার্য এখনো চলছে। যাত্রীদের সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।