আন্তর্জাতিক

London Plane Crash | টেক অফের পরেই ভেঙে পড়েছিল বিমান, প্রকাশ্যে এলো মৃতের তালিকা

London Plane Crash | টেক অফের পরেই ভেঙে পড়েছিল বিমান, প্রকাশ্যে এলো মৃতের তালিকা
Key Highlights

রবিবার আহমেদাবাদের মতো ওড়ার কয়েক সেকেন্ড পরেই লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ভেঙে পড়েছিল একটি ছোট বিমান।

রবিবার টেক অফের পরেই লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ভেঙে পড়েছিল একটি ছোট বিমান। এবার ওই বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রকাশ্যে এলো। বিবিসি সূত্রে খবর, মৃত্যু হয়েছে বিমানে থাকা ৪ জনের। গতকাল বিকেল ৪টে নাগাদ সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছিল ওই বিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যেই হুড়মুড় করে ভেঙে পরে বিমানটি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এসেক্স পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং চিকিৎসাকর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকার্য। এখনও অবধি ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।