Ahmedabad Plane Crash | "পাইলটের কোনো দোষ নেই"- আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় DGCA-কে নোটিস সুপ্রিম কোর্টের
Friday, November 7 2025, 4:33 pm
Key Highlightsআহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার দায় কোনওভাবেই পাইলটের ঘাড়ে চাপানো যাবে না৷
আহমেদাবাদ মর্মান্তিক বিমান দুর্ঘটনার আসল কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও, 'এয়্যারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) এবং DGCA প্রকারান্তরে দুর্ঘটনার জন্যে মৃত পাইলটদেরই দায়ী করেছেন। এদিন বিচারপতি সূর্যকান্ত মৃত পাইলটের ৯১ বছর বয়সি বাবার উদ্দেশে বলেন, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা। কিন্তু আপনার ছেলেকে তার জন্য দোষারোপ করা হচ্ছে বলে আপনি সেই বোঝা বয়ে বেড়াবেন না। গোটা দেশে কেউ বিশ্বাস করে না যে পাইলটের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে৷ প্রাথমিক তদন্ত রিপোর্টেও সেরকম কোনও ইঙ্গিত মেলেনি।’
- Related topics -
- দেশ
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান দুর্ঘটনা
- ভারতীয় বিমান
- বিমান চালক
- বিমান পরিষেবা
- এয়ার ইন্ডিয়া
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত

