Ahmedabad Plane Crash | ‘মে-ডে’ কল কী? কখন ব্যবহার করা হয় এই বিপদ সংকেত?
Friday, June 13 2025, 7:02 am
Key Highlightsওড়ার সঙ্গে সঙ্গে এটিসির ‘মে ডে’ কল করেছিলেন পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। এই ‘মে ডে’ আসলে আন্তর্জাতিক ভাবে সম্মত বিপদ সংকেত।
ওড়ার সঙ্গে সঙ্গে ৩ বার এটিসির ‘মে ডে’ কল করেছিলেন পাইলট সুমিত সাভারওয়াল। এই ‘মে ডে’ আসলে আন্তর্জাতিক ভাবে সম্মত বিপদ সংকেত। ফরাসি শব্দ ‘মাইদের’ অর্থাৎ ‘আমায় সাহায্য করুন’ থেকে কথাটি এসেছে। উড়ানের ক্ষেত্রে পাইলট এবং জাহাজের ক্ষেত্রে ক্যাপ্টেন মে ডে কল করেন। কল পাওয়ামাত্র এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা বন্দর কর্তৃপক্ষ অবিলম্বে বিপর্যস্ত ফ্লাইট বা জাহাজটির সাথে যোগাযোগ করে। দ্রুত জরুরি প্রতিক্রিয়া প্রোটোকল অর্থাৎ উদ্ধারকারী দল, অগ্নিনির্বাপক পরিষেবা এবং চিকিৎসা কর্মীদের সক্রিয় করা হয়।

