করোনা ভাইরাস ভ্যাকসিন: ৩য় ধাপে অন্তর্বর্তী ট্রায়ালে ৯০% কার্যকর হল ফাইজারের টিকা !
Tuesday, November 10 2020, 8:15 am
Key Highlights
সোমবার 'ফাইজার' নামক আমেরিকার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা জানায় যে ৩য় ধাপে তাদের করোনা টিকা অন্তর্বর্তী ট্রায়ালে ৯০ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। জার্মান সংস্থা বায়োএনটেক-এর সঙ্গে হাত মিলিয়ে এমআরএনএ প্রযুক্তির সাহায্যে এই টিকা তৈরি হয়েছে। তাঁদের মতে, এই বছরের শেষে হয়তো ৫ কোটি ও ২০২১-এ ১৫০ কোটি প্রতিষেধক তৈরী করতে পারবে। টিকার পাশাপাশি ওষুধ তৈরি নিয়েও এ দিন সুখবর দিয়েছেন বিজ্ঞানীরা। ফলে ডিসেম্বরের মধ্যেই সেই টিকা বাজারে আনতে আর বিশেষ অসুবিধে রইলো না।
- Related topics -
- করোনা টিকা
- ফাইজার
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ওষুধ