অর্থনৈতিকPF নিয়মে বড় বদল হতে পারে আগামী মাসে থেকেই, আধার লিঙ্ক না করালে মিলবে না EPF-র টাকা
গুরুত্বপূর্ণ ঘোষণা সরকারি চাকুরিজীবীদের জন্য ৷ আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ UAN যদি আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে পয়লা সেপ্টেম্বর থেকে আপনার নিয়োগকর্তার পিএফ যোগদান প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবে না ৷ ১ সেপ্টেম্বর ২০২১ থেকে EPFO অ্যাকাউন্ট হোল্ডারদের আধার ও ইউএএন নম্বর লিঙ্ক করাতে হবে ৷ বাধ্যতামূলক করা হলো পিএফ অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের আধার লিঙ্ক করা৷ এছাড়া ইপিএফ থেকে লোন নেওয়া বা টাকা ক্লেম করার সুবিধাও মিলবে না আধার লিঙ্ক না করালে৷