দেশ

গত ৭ বছরে পেট্রল-ডিজেলে কর আদায় বেড়েছে ৪৫৯% ও রান্নার গ্যাসের দাম হয়েছে দ্বিগুণ, দাবী তেলমন্ত্রীর

গত ৭ বছরে পেট্রল-ডিজেলে কর আদায় বেড়েছে ৪৫৯%  ও রান্নার গ্যাসের দাম হয়েছে দ্বিগুণ, দাবী তেলমন্ত্রীর
Key Highlights

সম্প্রতি কিছু মাস ধরে যে হারে গার্হস্থ্য রান্নার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে, তাতে মাথায় হাত মধ্যবিত্তদের। রুজি রোজগারে টান পড়েছে তাদের। গত ৬ মাসে রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ৩৬.৩৭% বেড়ে হয়েছে ৮৪৫.৫০ টাকা। এদিন সংসদে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লিখিত একটি হিসেবে জমা দেন, তাঁর দেওয়া লিখিত অনুযায়ী পূর্বের তুলনায় গত সাত বছরে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে সাড়ে পাঁচ গুণ এবং রান্নার গ্যাসের দাম দ্বিগুণ বেড়ে গেছে। সংসদে রান্নার গ্যাস ও পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধী পক্ষ কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে। এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী তাঁর এই লিখিত জমা করেন।