দেশ

Pension Rule | আগামী ১লা এপ্রিল থেকে বদলাচ্ছে পেনশনের পদ্ধতি! কার্যকর হচ্ছে ইউনিফায়েড পেনশন স্কিম

Pension Rule | আগামী ১লা এপ্রিল থেকে বদলাচ্ছে পেনশনের পদ্ধতি! কার্যকর হচ্ছে ইউনিফায়েড পেনশন স্কিম
Key Highlights

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ন্যাশনাল পেনশন স্কিমের অধীনেই ইউনিফায়েড পেনশন স্কিম বা UPS অপশনটি পাওয়া যাবে।

আগামী ১লা এপ্রিল থেকে বদলাতে চলেছে পেনশনের পদ্ধতি। এবার থেকে কার্যকর হচ্ছে ইউনিফায়েড পেনশন স্কিম। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ন্যাশনাল পেনশন স্কিমের অধীনেই ইউনিফায়েড পেনশন স্কিম বা UPS অপশনটি পাওয়া যাবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে যে সকল সরকারি কর্মীরা আওতাভুক্ত, তারা সকলেই UPSর সুবিধা পাবেন। এই স্কিমের দ্বারা প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। এই স্কিমের অধীনে যে সকল কর্মীরা ২৫ বছর বা তার বেশি কাজ করেছেন, তারা অবসরের পর বেসিক পে'র ৫০ শতাংশ পাবেন।