Trump Tariff | এবার থেকে পেঙ্গুইনকেও দিতে হবে ট্যাক্স? ট্রাম্পের ‘শুল্ক-বোমা’ পড়েছে অস্ট্রেলিয়ার দ্বীপেও

অ্যান্টার্কটিকার কাছে নির্জন, আগ্নেয় দ্বীপও ডোনাল্ড ট্রাম্পের শুল্কের কোপে।
বৃহস্পতিবার বিশ্বের নানান দেশের বিরুদ্ধে পাল্টা শুল্কের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সেই লিস্ট প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বে। লিস্টে রয়েছে অস্ট্রেলিয়ার হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ। অস্ট্রেলিয়ার পার্থের বন্দর থেকে জাহাজে হার্ড দ্বীপে যেতে প্রায় ১০ দিন সময় লাগে। বরফ ঠান্ডা এই দ্বীপে কোনো জনবসতি নেই। দ্বীপগুলিতে মানুষের পা পড়েছিল প্রায় এক দশক আগে। এখানে থাকে পেংগুইন এবং সিলরা। ওই দ্বীপের ওপরও ১০ শতাংশ শুল্ক বসিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।