পেলেকে টপকে সর্বাধিক গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Monday, March 15 2021, 2:46 pm
Key Highlightsপেলেকে টপকে ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার রাতে সেরি-আতে কাগলিয়ারির বিরুদ্ধে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে ৩-১ গোলে জেতান রোনাল্ডো। এই হ্যাটট্রিকের সঙ্গেই ক্লাব ও দেশ মিলিয়ে তিনি পৌঁছে গেলেন ৭৭০ গোলে. সরকারি ভাবে পেলের ছিল ৭৬৭ গোল। এর পরেই ইনস্টাগ্রামে পেলের প্রশংসায় পঞ্চমুখ হলেন CR7। পেলেও দুজনের ছবি পোস্ট করে দিলেন আবেগঘন উত্তর। সরকারি হিসেবে পেলেকে পেরিয়ে রোনাল্ডো জানান যে তিনি আজ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তিনি আরও বলেন, যে পেলের কথা শুনে তিনি বড় হয়েছিলেন, তিনি স্বপ্নেও ভাবেননি যে এমন একটি দিন আস্তে পারে তাঁর জীবনে। jji