Champions Trophy 2025 | দুটো ম্যাচেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ, ঘুরে দাঁড়াতে কোচ-কোচিং স্টাফে বদল আনতে চাইছে PCB!

Tuesday, February 25 2025, 6:44 am
Champions Trophy 2025 | দুটো ম্যাচেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ, ঘুরে দাঁড়াতে কোচ-কোচিং স্টাফে বদল আনতে চাইছে PCB!
highlightKey Highlights

আয়োজক দেশ হয়েও মাত্র দুটি ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তান।


আয়োজক দেশ হয়েও মাত্র দুটি ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তান। ক্রিকেট দুনিয়ায় এই হার লজ্জার। এই আবহে শোনা যাচ্ছে কোচ, কোচিং স্টাফ, সবেই বদল আনতে পারে PCB। সেই সঙ্গে স্পনসর হারানোর আতঙ্কেও ভুগছে পাকিস্তান। সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই চাকরি যেতে পারে অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের। অন্যদিকে, পাকিস্তানের ‘ব্র্যান্ড’ ক্ষতিগ্রস্ত হওয়ায়, স্টেডিয়াম না ভরায়, দলের ব্যর্থতার কারণে স্পনসর পাওয়া নিয়েও মুশকিলে পড়তে পারে পাকিস্তান




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File