খেলাধুলা

Champions Trophy | চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করতে পাল্টা ICCকে শর্ত দিলো PCB

Champions Trophy | চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করতে পাল্টা ICCকে শর্ত দিলো PCB
Key Highlights

পিসিবির দাবি, ভারতের মাটিতে আইসিসি ইভেন্টের ক্ষেত্রেও হাইব্রিড মডেল মানা হোক।

ভারত পাকিস্তানে গিয়ে খেলতে না চাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করার প্রস্তাব দিয়েছিল আইসিসি। তবে এবার বড় শর্ত দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির দাবি, ভারতের মাটিতে আইসিসি ইভেন্টের ক্ষেত্রেও হাইব্রিড মডেল মানা হোক। এছাড়াও তাদের দাবি, আইসিসির তরফে আয়ের যে অংশ পিসিবিকে দেওয়া হয় তাও বাড়াতে হবে। পিটিআই সূত্রে খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল মেনে নিতে তৈরি। তবে তার জন্য তাদের বেশ কিছু শর্ত মানতে হবে।