নভেম্বরে ভারতের বৃহত্তম আইপিও চালু করতে চলেছে পেটিএম

Friday, May 28 2021, 8:32 am
নভেম্বরে ভারতের বৃহত্তম আইপিও চালু করতে চলেছে পেটিএম
highlightKey Highlights

আগামী নভেম্বর মাসে দীপাবলির সময় সবচেয়ে বেশি আইপিও লঞ্চের পরিকল্পনা করছে দেশের অন্যতম ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএম। সূত্রের খবর, আন্ট গ্রুপ, বার্কশায়ার হাথাওয়ে ও সফ্ট ব্যাঙ্ক গ্রুপ কর্পোরেশনের মতো লগ্নিকারীরা পেটিএমকে এই কাজে পূর্ণ সমর্থন করছেন। বর্তমানে পেটিএম-এর লক্ষ্য হল চলতি বছরের শেষের দিকে ৩ বিলিয়ন ডলার অর্থসংগ্রহ করা। সেই কথা মাথায় রেখে চলতি বছরের দিপাবলী উৎসবের মরশুমে এই আইপিও লঞ্চের জন্য স্টক এক্সচেঞ্চে তালিকাভুক্তকরণের পরিকল্পনা করেছে পেটিএম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File