Gujarat Ropeway Collapse | গুজরাটের শক্তিপীঠে ভয়াবহ দুর্ঘটনা, রোপওয়ে ছিঁড়ে মৃত ৬ পুণ্যার্থী
Saturday, September 6 2025, 2:14 pm

পঞ্চমহলের কালেক্টর নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।
গুজরাটে রোপওয়ে ছিঁড়ে মৃত্যু ৬ জনের। ঘটনাটি ঘটেছে, গুজরাটের পাভাগড় শক্তিপীঠের কালীমন্দিরে। মন্দিরটি রয়েছে পাহাড়ের প্রায় ৮০০ মিটার উচ্চতায়। এই মন্দিরে হয় ২০০০ সিঁড়ি বেয়ে উঠতে হয় অথবা রোপওয়ে ব্যবহার করে চূড়ায় পৌঁছাতে হয়। সূত্রের খবর, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ মন্দিরের রোপওয়ের দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পঞ্চমহলের কালেক্টর জানিয়েছেন, দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ২ জন লিফ্টম্যান এবং ২ জন সাধারণ কর্মী। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। চলছে উদ্ধারকাজ।
- Related topics -
- দেশ
- গুজরাট
- গাড়ি দুর্ঘটনা
- মৃত্যু