Patna Shootout | সংশোধনাগারের বসেই খুনের ছক! কীভাবে ‘জিগরি দোস্ত’ চন্দন হয়ে উঠলো শত্রু? পাটনা কাণ্ডের নেপথ্যে 'লাভ' লিঙ্ক!

Monday, July 21 2025, 5:07 am
highlightKey Highlights

পাটনার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গ্যাংস্টার চন্দন মিশ্রের খুনের ঘটনার কিনারা হলো ভোজপুরি ভাষায় নিহত চন্দন মিশ্র ও শেরু সিংয়ের শেষ কথোপকথন থেকেই।


পাটনার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গ্যাংস্টার চন্দন মিশ্রের খুনের ঘটনার কিনারা হলো ভোজপুরি ভাষায় নিহত চন্দন মিশ্র ও শেরু সিংয়ের শেষ কথোপকথন থেকেই। জানা গিয়েছে, পুরুলিয়া সংশোধনাগারের বসেই নিহত চন্দনের একসময়ের ‘জিগরি দোস্ত’ চন্দন মিশ্র খুনে নীল নকশা সাজিয়েছিল ওঙ্কারনাথ সিং ওরফে শেরু। সূত্রের খবর, চন্দনের এক সম্পর্কীয় বোনের সঙ্গে প্রেম করছিল শেরু। তারপরেই আলাদা হয়ে যায় তারা। ইতিমধ্যে কলকাতার নিউটাউন ও আনন্দপুর মিলিয়ে ধৃতদের বিহার পুলিশের হাতে তুলে দেয় রাজ্য পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File