শহর কলকাতা

Patna Hospital Shooting | খুনের পর কলকাতায় বান্ধবীর সাথে ডেটিং! পাটনা খুনের 'ব্লুপ্রিন্ট' নিয়ে বিস্ফোরক দাবি বাদশার দাদার

Patna Hospital Shooting | খুনের পর কলকাতায় বান্ধবীর সাথে ডেটিং! পাটনা খুনের 'ব্লুপ্রিন্ট' নিয়ে বিস্ফোরক দাবি বাদশার দাদার
Key Highlights

খুনের পর রাঁচি হয়ে কীভাবে কলকাতায় আসে খুনে জড়িত ৪ জন, সে তথ্য জানায় অ্যাম্বুল্যান্সে শয্যাশায়ী নিশু।

পাটনায় হাসপাতালে গুলি কাণ্ডে মূল শুটার তৌসিফ রাজা ও তার চার সঙ্গী। ইতিমধ্যেই এক মহিলা সহ চার অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিহার পুলিশের দাবি তৌসিফের নিজের বাড়িতেই তৈরি হয়েছিল খুনের ব্লু প্রিন্ট। যদিও এই দাবি উড়িয়েছে খুনের মূলচক্রী তৌসিফের দাদা নিশু খান। নিশু জানিয়েছে, খুনের পর বান্ধবীর সাথে দেখা করতে গাড়ি চড়ে রাঁচি হয়ে কলকাতায় আসে নিশু, নিশুর ভাই তৌসিফ এবং কেয়ারটেকার। গ্রেপ্তার হওয়ার পর নিশু জানিয়েছে খুনের পর ভাইকে আত্মসমর্পন করতে বলেছিল সে। তা না করে কলকাতায় গা ঢাকা দেয় তাঁরা।