Patanjali | বীমা সেক্টরে প্রবেশ করছে পতঞ্জলি? প্রসাধনী সামগ্রী ও এথনিক পোশাক তৈরির ক্ষেত্রেও পা গলিয়েছে রামদেবের সংস্থা!
Saturday, March 22 2025, 7:53 am

বীমার মতো আর্থিক পরিষেবায় প্রবেশ করার পাশাপাশি সংস্থার চারটি গ্রুপ কোম্পানিকেও দ্রুত আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত করতে পারে পতঞ্জলি।
এবার বীমা খাতেও পা রাখবে রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ? বীমার মতো আর্থিক পরিষেবায় প্রবেশ করার পাশাপাশি সংস্থার চারটি গ্রুপ কোম্পানিকেও দ্রুত আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত করতে পারে পতঞ্জলি। আসলে ম্যাগমা জেনারেল ইন্স্যুরেন্সের একটি বড় অংশীদারিত্ব এই মুহূর্তে পতঞ্জলির হাতে। এর ফলেই অনেকের মত, ঠিক মতো এগিয়ে গেলে অচিরেই বীমার দুনিয়ায় জাঁকিয়ে বসতে পারে পতঞ্জলি। শোনা যাচ্ছে, প্রসাধনী সামগ্রী তৈরি এবং এথনিক পোশাকের দুনিয়াতেও পা গলিয়েছে পতঞ্জলি। তৈরি করছে হাল ফ্যাশনের কুর্তা, পায়জামা, জিন্স।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- পতঞ্জলি
- রামদেব
- জীবন বীমা