Uttarakhand | নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক শো ফুট গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত অন্তত ৬ জন!

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস! ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোড়ায়।
নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস! ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোড়ায়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত অন্তত ছয়। তবে বাড়তে পারে মৃতের সংখ্যা। এ ছাড়াও, গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১২ জন। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ যাত্রী বোঝাই বাসটি দ্বারহাট নোবাডা থেকে রামনগরের দিকে যাচ্ছিল। বাসটি ভিকিয়াসৈন বিনায়ক রোডের শিলাপানির কাছে পৌঁছতেই আচমকা চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরে বাসটি রাস্তা থেকে ছিটকে কয়েক শো ফুট গভীর খাদে পড়ে যায়।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখণ্ড
- বাস দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
