Uttarakhand | ২০০ মিটার খাদে গড়িয়ে পড়লো যাত্রীবাহী বাস! উত্তরাখণ্ডের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু অন্তত ২২জনের
Monday, November 4 2024, 6:19 am
Key Highlightsবাসটি গাড়োয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। আলমোড়ার মারচুলার কাছে একটি বাঁকের মুখে দ্রুতগতিতে যাওয়ার সময় বাসটি ভারসাম্য হারিয়ে ফেলে ২০০ মিটার খাদে গড়িয়ে পরে।
উত্তরাখণ্ডে খাদে বাস পরে মর্মান্তিক দুর্ঘটনা! সূত্রের খবর, বাসটি গাড়োয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। আলমোড়ার মারচুলার কাছে একটি বাঁকের মুখে দ্রুতগতিতে যাওয়ার সময় বাসটি ভারসাম্য হারিয়ে ফেলে ২০০ মিটার খাদে গড়িয়ে পরে। এই ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অনুমান, বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। পুলিশ ও প্রশাসন সূত্র জানিয়েছে, যাত্রীদের মধ্যে অসংখ্য শিশুও রয়েছে। হেলিকপ্টারে করে চলেছে উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসনের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকার্য চালাচ্ছে।
- Related topics -
- উত্তরাখন্ড
- দেশ
- ভারত
- পথদুর্ঘটনা

