Uttarakhand Bus Accident । বড়দিনে আতঙ্কিত নৈনিতাল, উত্তরাখণ্ডে গভীর খাদে পড়লো যাত্রীবাহী বাস, মৃত ৪, আহত ২১

Thursday, December 26 2024, 5:20 am
highlightKey Highlights

ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের ভীমতালের কাছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বাসটিতে অন্তত ২০,২৫ জন ছিলেন।


২৫ ডিসেম্বর ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডে। সূত্রের খবর, উত্তরাখণ্ডের নৈনিতালে পিথোরগড় থেকে হালদোয়ানি যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বাসে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল। ভীমতালের কাছে বাসটি ১০০ মিটার গভীর খাদে পড়ে। পুলিশের অনুমান, মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ বাসটি গিয়ে পড়ে গভীর খাদে। এসডিআরএফ এসে দ্রুত উদ্ধারকার্য শুরু করে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ জন। আহত হয়েছেন ২১ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File