Income Tax Bill | পাশ হল নতুন আয়কর বিল! আগামী সপ্তাহেই বাজেট অধিবেশনে করা হবে পেশ
Saturday, February 8 2025, 7:02 am

এই নয়া বিলে কোনও শর্ত, ব্যাখ্যা বা দীর্ঘ শব্দ থাকবে না। এছাড়াও এই বিলের লক্ষ্য হল ভারতের কর ব্যবস্থাকে আরও সরল ও আধুনিক করে তোলা।
পরিবর্তন আনা হচ্ছে। আয়কর আইন ১৯৬১ এ। ইতিমধ্যেই নতুন আয়কর বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে বাজেট অধিবেশনের অংশ হিসেবে সংসদে এই বিল পেশ করা হতে পারে। সূত্রে খবর, এই নয়া বিলে কোনও শর্ত, ব্যাখ্যা বা দীর্ঘ শব্দ থাকবে না। এছাড়াও এই বিলের লক্ষ্য হল ভারতের কর ব্যবস্থাকে আরও সরল ও আধুনিক করে তোলা। তবে বিলে নতুন কর চাপানো হবে না বলে নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, নতুন আয়কর বিলটি আগামী সপ্তাহে সংসদে উত্থাপন করে সেটি পাঠানো হবে সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটিতে।