Partha Chatterjee | ‘উনি OMR শিট নষ্ট করেননি’! ২৬ হাজার জনের চাকরি বাতিলের দিনই জামিনের আবেদন পার্থর!
Thursday, April 3 2025, 2:46 pm

এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের দিনই জামিনের আবেদন জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের দিনই জামিনের আবেদন জানালেন পার্থ চট্টোপাধ্যায়। তার আইনজীবীর দাবি,পার্থর নির্দেশে কোনও OMR শিট নষ্ট করা হয়নি। এ দিন পার্থর আইনজীবী বলেন, ‘উনি ওএমআর শিট নষ্ট করেননি।’ পাশাপাশি ওই আইনজীবীর দাবি, এই মামলায় অনেক অভিযুক্তরাই ছাড়া পেয়ে গিয়েছেন, যে কোনও শর্তে যেন পার্থেরও জামিনের আবেদন মঞ্জুর করা হয়। তবে দুই পক্ষের বক্তব্য শোনার পর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে।