দেশ

Parliament | স্মার্ট গ্লাস-পেন ক্যামেরা-স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবেননা সাংসদরা! নির্দেশ জারি সচিবালয়ের

Parliament | স্মার্ট গ্লাস-পেন ক্যামেরা-স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবেননা সাংসদরা! নির্দেশ জারি সচিবালয়ের
Key Highlights

সংসদের অভ্যন্তরীণ সুরক্ষা, গোপনীয়তা বজায় এবং সার্বিক ভাবে সাংসদদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

নতুন বছর শুরুর আগে নয়া বিবৃতি জারি সচিবালয়ের। সচিবালয় জানিয়েছে, এবার থেকে সংসদের ভিতরে স্মার্ট গ্লাস, পেন ক্যামেরা এবং স্মার্টওয়াচের মতো ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবেন না সাংসদরা। সংসদের অভ্যন্তরীণ সুরক্ষা, গোপনীয়তা বজায় এবং সার্বিক ভাবে সাংসদদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছে সচিবালয়। সম্প্রতি শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় এক তৃণমূল কংগ্রেস সাংসদকে সিগারেট ব্যবহার করতে দেখা যায়। এরপরই এই নির্দেশিকা জারি করেছে কতৃপক্ষ।