Park Street on Christmas | আজ বিকেল থেকেই যান নিয়ন্ত্রন পার্কস্ট্রিট সংলগ্ন একাধিক রাস্তায়, কোন পথে চলবে গাড়ি?

Wednesday, December 24 2025, 10:42 am
highlightKey Highlights

এদিন বিকেলের পর থেকেই পার্কস্ট্রিট এবং সংলগ্ন রাস্তাতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলেও জানিয়েছি কলকাতা পুলিশ।


আজ বুধবার বিকেল থেকেই পার্কস্ট্রিট সহ ময়দান, ধর্মতলা চত্বরে ভিড় বাড়বে মানুষের। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে পার্কস্ট্রিটকে। কলকাতা পুলিশ জানিয়েছে, আজ ২৪ ডিসেম্বর বিকেল ৪টের পর থেকে আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত পার্কস্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মিডলটন স্ট্রিট, হো চি মিন সরণি, ক্যামক স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ওয়ান ওয়ে থাকবে। পার্কস্ট্রিটের দিকে যাচ্ছে এমন রাস্তা যেমন, রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং বন্ধ থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File