Manu Bhaker | এবার দুর্গাপুজোয় কলকাতায় আসছেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী মনু ভাকের
Tuesday, October 1 2024, 11:07 am
Key Highlights
, দমকলমন্ত্রী সুজিত বসুর বিখ্যাত পুজো শ্রীভূমিতে উপস্থিত হবেন মনু ভাকের।
এই বছরের প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয় করেন মনু ভাকের। স্বাধীনতার পর একই অলিম্পিক গেমস থেকে জোড়া পদকজয়ী মনু। তাঁর এই সাফল্যের পর রীতিমতো সেলিব্রিটি হয়ে ওঠেন মনু। এবার সেই মনু ভাকের চলতি দুর্গাপুজোয় আসছেন কলকাতায়। জানা গিয়েছে, দমকলমন্ত্রী সুজিত বসুর বিখ্যাত পুজো শ্রীভূমিতে উপস্থিত হবেন তিনি। ৫ই অক্টোবর শনিবার দুপুরে কলকাতায় আসবেন মনু। বিমানবন্দর থেকে সরাসরি শ্রীভূমির পুজোয় উপস্থিত হবেন তিনি। দুর্গাদর্শন করার পাশাপাশি শ্রীভূমির মহিলা ফুটবল দলের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
- Related topics -
- শারদ উৎসব ২০২৪
- দুর্গাপুজো
- পুজো ও উৎসব
- খেলাধুলা
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- সুজিত বসু
- শহর কলকাতা