Parineeti-Raghav | ১+১=৩, পরিণীতি-রাঘবের ঘরে আসছে নতুন সদস্য! “আসছে আমাদের ছোট্ট পৃথিবী', লিখলেন হবু মা!
Monday, August 25 2025, 8:24 am

সোমবার ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর মিষ্টি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান পরিণীতি।
২০২৩ সালের সেপ্টেম্বরে বিয়ের বাঁধনে আবদ্ধ হয়ে এক থেকে দুই হয়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা। এবার দুই থেকে তিন হতে চলেছেন এই তারকা দম্পতি। সোমবার ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর মিষ্টি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান পরিণীতি। তাতে লেখা, ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লেখেন, “আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।”এছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। পরিণীতির এই পোস্টে ভরে গিয়েছে সেলেব ও অনুরাগীদের শুভেচ্ছা।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- অভিনেত্রী
- পরিণীতি চোপড়া
- সেলিব্রিটি
- ভাইরাল