Parineeti-Raghav | ১+১=৩, পরিণীতি-রাঘবের ঘরে আসছে নতুন সদস্য! “আসছে আমাদের ছোট্ট পৃথিবী', লিখলেন হবু মা!

Monday, August 25 2025, 8:24 am
highlightKey Highlights

সোমবার ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর মিষ্টি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান পরিণীতি।


২০২৩ সালের সেপ্টেম্বরে বিয়ের বাঁধনে আবদ্ধ হয়ে এক থেকে দুই হয়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা। এবার দুই থেকে তিন হতে চলেছেন এই তারকা দম্পতি। সোমবার ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর মিষ্টি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান পরিণীতি। তাতে লেখা, ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লেখেন, “আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।”এছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। পরিণীতির এই পোস্টে ভরে গিয়েছে সেলেব ও অনুরাগীদের শুভেচ্ছা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File