RG Kar Case | আরজিকর ধর্ষণ ও খুন মামলার রায়দানের আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ 'তিলোত্তমা'র মা-বাবা
Wednesday, January 15 2025, 11:25 am
 Key Highlights
Key Highlightsসিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্যাতিতার মা বাবা।
আগামী ১৮ জানুয়ারি আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন মামলার রায়দান। মনে করা হচ্ছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই শাস্তি দিতে পারে শিয়ালদহ আদালত। কিন্তু তার আগেই সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্যাতিতার মা বাবা। এই মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী। তাঁদের অভিযোগ, সঠিক পথে হচ্ছে না তদন্ত। ঘটনার সঙ্গে জড়িত রয়েছে আরও অনেকে। তাঁরা বলেন, “তদন্তের নামে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।”
-  Related topics - 
- শহর কলকাতা
- ক্রাইম
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ধর্ষণ
- খুন
- আদালত
- শীর্ষ আদালত
- সুপ্রিম কোর্ট
- সিবিআই

 
 