RG Kar | CBIর তদন্তে অনাস্থা আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের! নতুন করে হাইকোর্টে দায়ের করা হলো মামলা
সিবিআইয়ের তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন নির্যাতিত তরুণীর বাবা মা।
আরজিকর কাণ্ডে নির্ধারিত ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। যার ফলে জামিন পেয়ে গিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা পুলিশের প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এরপরই সিবিআইয়ের তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন নির্যাতিত তরুণীর বাবা মা। জানা গিয়েছে, গত সোমবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়। তাতে বিচারপতি অনুমতি দেন। আগামী সপ্তাহে সেই মামলার শুনানির সম্ভাবনা আছে।