R G Kar | মেয়ের জন্য সুবিচারের দাবিতে পথে নামতে পারেন 'তিলোত্তমা'র মা বাবাও! সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্তেও CBI

Friday, August 23 2024, 11:14 am
R G Kar | মেয়ের জন্য সুবিচারের দাবিতে পথে নামতে পারেন 'তিলোত্তমা'র মা বাবাও! সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্তেও CBI
highlightKey Highlights

'তিলোত্তমা'র জন্য সুবিচারের দাবিতে পথে নামতে পারেন নিহতের বাবা-মা-ও! শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা জানিয়েছেন তাঁরা।


আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রায় গোটা ভারত নেমেছে পথে। এবার 'তিলোত্তমা'র জন্য সুবিচারের দাবিতে পথে নামতে পারেন নিহতের বাবা-মা-ও! শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা জানিয়েছেন তাঁরা। 'তিলোত্তমা'র অভিভাবকরা পথে নামলে আন্দোলনের ঝাঁজ যে আরও বাড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যাবতীয় দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। তবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে যান সন্দীপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File