জ্বর মানেই কি কোভিড! ঋতু পরিবর্তন জ্বরে দেখা যাচ্ছে কোভিড উপসর্গ। এই মরসুমে কী করা উচিত?
Wednesday, February 24 2021, 8:39 am
Key Highlights
আতঙ্ক ছড়ানোটা অবাস্তব নয়। তবে সাধারণ জ্বর ঘোরাফরা করে ১০০-১০১ ডিগ্রির মধ্যে। এজ্বর ৭২ ঘণ্টার মধ্যেই সেরে যায়। ক্ষেত্রবিশেষে ওষুধ প্রয়োগ করতে হয়। চোখ,নাক দিয়ে জল বেরনো, গা হাত-পা ব্যথা এগুলিই পারিপার্শ্বিক লক্ষণ। তবে করোনার সময় অনেক বেশি মাত্রায় জ্বর আসে। তার সঙ্গে স্বাদ ও গন্ধ হারিয়ে যায়। ঋতু পরিবর্তনের সময় প্রাথমিক কিছু সতর্কতা নেওয়া যেতে পারে যেমন দিনের বেশির ভাগ সময়টা সূর্যের আলোয় কাটানো এছাড়া ফ্রিজের ঠান্ডা জল পান না করা এসব সাবধানতা অবলম্বন করতে হবে। জ্বর ভাইরাস ঘটিত একটি রোগ শুধু প্যারাসিটামল ট্যাবলেটই যথেষ্ট। তবে যদি তাতেও জ্বর না সারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে কোভিড পরীক্ষা করা জরুরি।
- Related topics -
- ঋতু পরিবর্তন
- করোনা ভাইরাস
- জ্বর
- কোভিড ১৯
- স্বাস্থ্য