Fee Increase | লাগামছাড়া ফি বৃদ্ধি, একধাক্কায় ৬২% ফি বাড়ালো সল্টলেক আইইএম পাবলিক স্কুল, ক্ষুদ্ধ অভিভাবকরা
Friday, March 14 2025, 5:49 pm

সল্টলেকের আইইএম পাবলিক স্কুলে ফি নিয়ে চরম উত্তেজনা। অভিভাবকদের দাবি, একধাক্কায় ৬২ শতাংশ ফি বেড়েছে ওই স্কুলে।
রাজ্যে প্রতিবছর বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি হচ্ছে। লাগামছাড়া ফি বৃদ্ধির কারণে ক্ষুদ্ধ হচ্ছেন অভিভাবকরা। এবার সল্টলেকের আইইএম পাবলিক স্কুলে ফি বাড়া নিয়ে চরম উত্তেজনা ছড়ালো। অভিভাবকদের দাবি, একধাক্কায় ৬২ শতাংশ ফি বাড়িয়েছে স্কুল কতৃপক্ষ। অভিবভাবকরা প্রতিবাদ করায় স্কুলের প্রিন্সিপাল তাঁদের প্রচ্ছন্ন হুমকিও দেন। তাঁর বক্তব্য, এই স্কুলে পড়াতে চাইলে ৬২ শতাংশ বর্ধিত হারে ফি জমা দিতেই হবে। প্রসঙ্গত, আগামী সপ্তাহেই ফি তে লাগাম টানতে বিল আনতে চলেছে রাজ্য সরকার।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- বেসরকারি স্কুল
- শিক্ষা প্রতিষ্ঠান
- সল্টলেক
- নিউটাউন